প্রকাশিত: Mon, Dec 19, 2022 2:09 PM
আপডেট: Sun, Jan 25, 2026 6:13 PM

বিএনপির ধ্বংস করা গণতন্ত্র মেরামত করা হচ্ছে : ওবায়দুল কাদের

মহসীন কবির: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ধ্বংস করা গণতন্ত্র এখন মেরামত করা হচ্ছে। এই দেশকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। একটার পর একটা কর্মসূচি দেন। ২০৩০ সালের মধ্যে শুনেছিলাম ডিজিটাল বাংলাদেশের কাউন্টার ‘ভিশন ২০৩০’ বিএনপির। এটা কোথায় এখন?। সোমবার সকালে দলের জাতীয় কাউন্সিলের স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, বাংলাদেশে জোটের কোনো অভাব নেই। বাম-প্রগতি আর প্রতিক্রিয়াশীল, সবার লক্ষ্য শেখ হাসিনাকে হটানো। বলেন, ক্ষমতায় নেই, তাতেই খাই খাই ভাব বিএনপির। করোনা ও অর্থনৈতিক মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। বিশ্ব খাদ্য সংকটে বেশি দায়িত্বশীল পারিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, আমাদের নিজেদের কর্মকাণ্ডে শৃঙ্খলার প্রতিফলন থাকা দরকার। আমরা গড়তে চাই স্মার্ট বাংলাদেশ। এর পূর্বশর্ত শৃঙ্খলা। সুশৃঙ্খল কর্মী বাহিনী ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। সেতুমন্ত্রী বলেন, এবারের জাতীয় সম্মেলনে স্বতস্ফূর্ত উপস্থিতি সব রেকর্ড ছাড়িয়ে যাবে। সম্মেলন সাদামাটা হবে। কিন্তু সম্মেলনে উপস্থিতি সাদামাটা হবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব